এম আবু হেনা সাগর ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা মানবিক টিম এবার অসহায় ও হতদরিদ্র তিনশত পরিবারকে ইফতার সামগ্রী দিয়ে প্রশংসিত হয়েছে।
১০ মার্চ দুপুর ২টায় উপজেলা মানবিক টিমের উদ্যেগে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) মাঠে ইফতার সামগ্রী বিতরন পূর্বে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রতিষ্ঠাতা কামরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের নেতা লুৎফর রহমান আজাদ,ওয়ায়েজ মাওলানা এনামুল হক ইসলামাবাদী ও ট্রাফিকের ইনচার্জ প্রিয়দর্শী।
এতে উপস্থিতি ছিলেন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল হক, সরকারী নিবন্ধনকৃত সংগঠন যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, মানবিক টিমের পক্ষে অংশ নেন, আনম আমজাদ হোসেন, অহি দুর রহমান ইত্তেহাদ,দেলোয়ার হোসেন সাঈদী, মিজানুর রহমান,সাদ্দাম হোসেন রিফাত, রশিদ, মোঃ আলমগীর,মোহাম্মদ জিসান,আবু সালেহ, জমির উদ্দিনসহ আরো অনেকে। উপজেলা মানবিক টিমের চেয়ারম্যান নাছির উদ্দীন জয়ের সমাপনী বক্তব্যে মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লা থেকে অসহায়,হতদরিদ্র নারী পুরুষ অংশ নেন। মানবিক টিম ঈদগাঁও উপজেলা ও মক্কা শাখার সহযোগিতার এটি করা হয়েছে। ইফতার সামগ্রী পেয়ে স্থানীয় অসহায় লোকজন খুশিতে উৎফুল্ল হন। টিকেটের মাধ্যমে সুন্দর,সুশৃঙ্খল পরিবেশে বিতরণ করা হয় ইফতার সামগ্রী। উল্লেখ্য,সংগঠনটি শীতবস্ত্র বিতরণ,ফ্রী চিকিৎসা ক্যাম্পসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছেন।