কক্সবাজার

সারা বাংলায় শিশির বিন্দু জানান দিচ্ছেন শীতের আগমনী বার্তা

এম আবু হেনা সাগর ঈদগাঁওঃ
হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি বোঁটায়,চুপে চুপে রং আকাশ থেকে ফোঁটায় ফোঁটায় কবির লেখা ‘হেমন্ত’ কবিতায় বাংলার হেমন্তের রূপ নিবিড়ভাবে ধরা দিয়েছে প্রকৃতিতে। পৌষ-মাঘ এই দুই মাস শীতকাল ধরা হলেও আশ্বিন কার্তিকের দিকেই গুটি গুটি পায়ে শীতের বার্তা জানান দেয়। কয়দিন ধরে সকালে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় এমনি দৃশ্য চোখে পড়ে। গভীর রাতে শুরু হয় হালকা হিমেল হাওয়া।

শীতের সঙ্গে জড়িয়ে আছে বাংলার আবহমান সংস্কৃতি চর্চাও। শীত মানেই যেন উৎসব! কবিগান, জারিগান, সারিগান, নাট্যমেলা আরও কত কী? সবগুলোরই আসর যেন পূর্ণতা পায় শীতের রাতে। মাঘী পূর্ণিমার উল্লাস সেওতো হিম সমীরণ থেকে বেরিয়ে আসা অনবদ্য নৃসর্গের চিত্রপট। এতসব রূপকল্পের মাঝেও শিশির বিন্দুর নিঃশব্দ পতনের মতো প্রত্যাশা পৌষ মাসে কারো যেন সর্বনাশ না হয়।

হেমন্তের আগমনে অনেকটাই যেন শান্ত হয়ে যায় উত্তপ্ত প্রকৃতি। গ্রীষ্ম ও শীতের মধ্যে হেমন্ত অপরূপ এক সেতুবন্ধন। সকালের শিশিরভেজা ঘাস, ভোরে ও সন্ধ্যায় কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি। শীতের আগাম সবজি বাগানে কৃষকের হাজারো ব্যস্ততা। কার্তিকের মাঝামাঝি সময়েই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতল হাওয়া আর বিকেলে ঝারতে থাকা হাল্কা ধূসর কুয়াশা। ভোরে সূর্যের আলো মাখামাখি করে মাকড়সার জালে আটকে পড়ে এক অপরূপ আবেশ তৈরি করে বিন্দু বিন্দু শিশির কণা।

বর্তমানে পৃথিবীর আবহাওয়া এতোটাই বদলে গেছে যে, ঋতুর আচরণও পাল্টাতে শুরু করেছে। আঁচ করা কঠিন হয়ে পড়েছে গ্রীষ্ম, বর্ষা কিংবা শীতের মতো প্রধান ঋতুর আচরণ। জলবায়ু বিপর্যয় প্রকৃতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এরপরেও বদলায় ঋতু। ঈদগাঁও উপজেলায় কয়েকদিন থেকে ভোরে দুর্বাঘাসের মাথায় শিশির বিন্দু ও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনি বার্তা। মাঠে দেখা যায়, সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলোয় হালকা লালচে রঙয়ের ঝিলিক। দূর থেকে দেখলে মনে হয় প্রতিটি ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে।এখন প্রতিটি সকালে দূর্বা ঘাসে কিংবা গাছের কচি পাতায় মুক্তার মতো জ্বলজ্বল করে শিশির বিন্দু। কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সুয্যি মামার উদয়।

যারা মুয়াজ্জিনের ফজরের আযানের ধ্বনিতে ভোরে ঘুম থেকে ওঠেন, তারা দেখতে পারেন কুয়াশার বুকচিরে ভোরের সূর্যোদয়ের এই মনোরম দৃশ্য। গ্রামবাংলার নদ-নদী অববাহিকায় আর গ্রামীণ জনপদে সন্ধ্যা থেকে ভোর অবধি হালকা কুয়াশা জানান দিছে শীত এসেছে। শীতের আগমনি বার্তায় সর্বত্র শীতের আমেজ ছড়িয়ে পরেছে। ঠিক তেমনি শরৎ শেষে হেমন্তের বর্তমান চেহারা যেন বলে দিচ্ছে, ঘটেছে ঋতুর পালাক্রম।

এই বিভাগের আরও খবর

Back to top button