ঠাকুরগাঁও

দেশে সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে। এর আগে তিনি তীরনই নদীর উপর ১২০মি. আরসিসি ব্রীজ নির্মাণ প্রকল্পের উদ্বোধন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কিশমত পলাশবাড়ী (চৌরঙ্গী) থেকে কালির হাট রাস্তার ৮৫০মি: চেইনেজে তীরনই নদীর উপর ১২০মি: আরসিসি ব্রীজ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঠাকুরগাঁও জেলার আমীর(সাবেক) বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা আব্দুল হাকিম,
বালিয়াডাঙ্গী উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম সহ এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে এসে এসব কথা বলেন তিনি।
গণ-অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা আহতদের সাথে বসে কথা বলেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করবে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। সেই সাথে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি।
সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে জড়িতের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব নিয়ে আমরা কাজ করব। এসময় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সরদার শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ আরো উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি সহকারী কমিশন আরাফাত হুসাইন, থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, উপজেলার বীর মুক্তিযোদ্ধা গণ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহ সুশীল সমাজের ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button