ঠাকুরগাঁও

বিএনপি জামাত মানেই অগ্নিসন্ত্রাস বললেন যুবলীগ নেতা আলী আসলাম জুয়েল

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দোয়া মোনাজাত, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমাজেদুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।এ সময় উপজেলা আওয়ামী যুব লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের স্লোগানে স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুব লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আকরাম আলী

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
ঠাকুরগাঁও দুই আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী যুব লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা জনাব মোঃ আলী আসলাম জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আতিকুল ইসলাম ৮নং বড়বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ উপজেলা যুব লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাদল যুবলীগ নেতা মাহফুজ আলম সাংগঠনিক সম্পাদক সফিউল আলম কায়সার প্রমুখ। সহ বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা বিএনপির আন্দোলন সংগ্রামকে স্বাগত জানাই। কিন্তু কোনোভাবেই অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা,লাঠি মিছিল, অশালীন কথাবার্তা বলা যাবে না। রাজনীতিতে একটা শিষ্টাচার রয়েছে। আমরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক ভাষায় ফিরে আসার আহ্বান জানাই।

আমাদের নেত্রীর পরিষ্কার নির্দেশনা হলো— কোনো আন্দোলন সংগ্রামে বাধা দেয়া যাবে না। যার যার কর্মসূচি পালন করতে দিতে হবে। বিভিন্ন জায়গায় গণপরিবহন বন্ধ হচ্ছে। এটি কিন্তু সরকারের নির্দেশে নয়, আতংকের কারণে মালিক সমিতি বাস-ট্রাক বন্ধ করে দেয়। তারা অতীতে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস দেখেছে। সেই আশঙ্কা থেকেই বাস বন্ধ করতে পারে।পরিশেষে তিনি আবারো জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে নৌকায় পক্ষে সকলে কাজ করার আহবান জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button