বান্দরবান

চার লক্ষ টাকা মুক্তিপণে ছাড়া পেল অপহৃত ৭ শ্রমিক।

বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে অপহৃত সাত শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে। সোমবার (৩ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় সরই ইউনিয়নের লুলাইং এলাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়া শ্রমিকরা হলেন মোঃ নুরু (৫০), মোঃ আলমগীর (৩৫), মোঃ শফি আলম (৩২), মোঃ হেলাল (৪০) ও গাড়ি চালক মোঃ জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি। গত শনিবার গভীর রাতে লামা উপজেলার লুলাইন এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধার অভিযানে নামে পুলিশ ও সেনা সদস্যের যৌথ বাহিনীর দল। সাত শ্রমিক অপহরণ থেকে ছাড়া পাওয়া বিষয়ে
নাম প্রকাশ না করার শর্তে সরই এলাকার এক কাঠ ব্যবসায়ী জানান, সন্ত্রাসীরা সাত শ্রমিকের ৮ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলেও ৪ লক্ষ টাকায় মুক্তিপণে ছাড়া পেয়েছে। লামা উপজেলা সরই ইউনিয়নে কেয়াজু পাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ পরিদর্শক(এসআই) আতিকুর রহমান জানান, অপহরণ থেকে ছাড়া পাওয়া সাত শ্রমিককে বাগানের মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছে।

এই বিভাগের আরও খবর

Back to top button