মোঃ নাজমুল হুদা বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান রুমা সড়কে পিকাপ ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইন চোন ম্রো (১৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। রবিবার (২ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় বান্দরবান-রুমা সড়কের রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের মুরুংগো বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন চং ম্রো (১৬) উপজেলার তারাছা ইউপির ৫নম্বর ওয়ার্ড দলিয়ান পাড়ার চিংয়েন ম্রো”র ছেলে। আহতরা ওই এলাকার মেনপায় ম্রো”র ছেলে মেন রাক ম্রো (১৪) ও পিয়াংচা ম্রোর ছেলে তংক্লা ম্রো (১৬)। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ইন চং ম্রো, মেন রাক ম্রো ও তংক্লা ম্রো মোটর সাইকেল যোগে রুমা থেকে তাদের দলিয়ান পাড়ায় যাচ্ছিল। মুরুংগো বাজার পৌঁছালে পন্যবাহী একটি পিকাপ (মিনিট্রাক) তাদের চাপা দেয়। এসময় মোটর সাইকেলে থাকা তিন জনের মধ্যে দুই জন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করালে কতর্তব্যরত চিকিৎসক ইন চং ম্রোকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে গুরুতর আহত মেন রাক ম্রোকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানোর সুপারিশ প্রদান করেন। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় নিহত ও আহতদের ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পালিয়ে যাওয়ায় চালককে আটক করা না গেলেও ঘাতক পিকাপটিকে আটক করা হয়েছে। সেক্ষেত্রে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।