চান্দ্রায় রোস্তম আলী (রঃ) মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান।
মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়ন বাখরপুর ক্বারী রোস্তম আলী (রঃ) মহিলা দাখিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পহেলা ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় মাদ্রাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে পুরুষ্কার বিতরনীর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মাওঃ মোঃ জহিরুল ইসলাম। সহকারী শিক্ষক শরীফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবিরের যৌথ সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ বাদশা মোল্লা, মোল্লা পাড়া জামে মসজিদের খতিব মাওঃ ওমর ফারুক, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্নারক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ নাজমুল হোসেন, আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষিকা জুলেখা বেগম,তাসলিমা বেগম, শাহিনা বেগম, মমতাজ বেগম, আমেনা আক্তার, আছিয়া বেগম,মামুন হোসেন সহ সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন প্রদান করা হয়।