নিজস্ব প্রতিনিধিঃ
ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ হাতে মেহেদীর আলপনা আঁকা। আর এ হাত রাঙালেন বিজয়ীর নারী উদ্যোক্তা পরিবারের সদস্যরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চাঁদপুরের অভিজাত রেস্তোরাঁ খান’স ধাবায় মেহেদী উৎসবে হাত রাঙানোয় মেতে উঠেন তারা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারো মেহেদী উৎসবের আয়োজন করে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।
অদ্য ৯ই এপ্রিল মঙ্গল বার বিকাল তিন ঘটিকায় খান’স ধাবা রেস্তোরাঁতে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।
বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল নারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ। ঈদ মানে খুশি। ঈদ মানে সব দুঃখ ভুলে এক সঙ্গে আনন্দ করার দিন। আর ঈদকে ঘিরে থাকে নানা আয়োজন। নতুন জামা- কাপড় কেনা ছাড়াও মেহেদী রঙে হাত রাঙাতে চায় সব বয়সের নারীর। তারই ধারাবাহিকতায় বিজয়ী প্রতি বছরের মতই এ বছর বিজয়ী এর সদস্যদের নিয়ে এই জমকালো আয়োজন করা হয়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই, সকল ঈদ সুন্দর ভাবে কাটুক এই প্রত্যাশা করি।
এ সময় বিজয়ী এর সদস্যবৃন্দ ও নারী উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।