চাঁদপুর

চাঁদপুরের চান্দ্রায় পাকা রাস্তা সংস্কার শুরু হওয়ায় এলাকাবাসী আনন্দিত

নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে মদনা গ্রামে মদিনা মার্কেট থেকে দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসর সড়কটি দীর্ঘদিনের প্রতীক্ষার পর সংস্কার কাজ শুরু হয়েছে। এই সড়কটি অতন্ত জনবহুল এলাকর মধ্য দিয়ে পাশ্ববর্তী হাইমচর উপজেলার সাথে মিলিত হয়েছে। এছাড়াও একটি দাখিল মাদ্রাসা, একটি কমিউনিটি ক্লিনিক এই রাস্তার পাশে রয়েছে। যে রাস্তা ধরে প্রতিদিন হাজার শিক্ষার্থী, রোগী সহ এলাকার জনসাধারণ চলাচল করে। ইতোমধ্যে রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ খুশি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইউনুস বেপারী বলেন, দীর্ঘ ২০/২৫ বছর পূর্বে এই সড়কটি পাকা করা হয়েছে। এরপর থেক আর কোন সংস্কার করা হয়নি। রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। এখন কাজ ধরায় এলাকার মানুষের অনেক উপকার হবে।

রাস্তার কাজের ঠিকাদার প্রতিষ্ঠান হাজী জামাল এন্টারপ্রাইজ এর সত্বধিকারী মোঃ জাকির হোসেন জানান ৮৮ লক্ষ টাকার উপর বরাদ্দে ১১শ’ মিটার লম্বা ও ৩ মিটার পস্থে রাস্তার কাজ করা হবে। এর বিতর ১৩৫ মিটার গাইড ওয়াল নির্নান করা হবে।রাস্তার কাজ শুরু হয় হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী।

এই বিভাগের আরও খবর

Back to top button