বান্দরবান

বান্দরবানের লামা পৌরসভায় একজন নারী জনপ্রতিনিধির উপর সন্ত্রাসী

বান্দরবান রিপোর্টের
বান্দরবানের লামা পৌরসভায় বিচার-সমন্বয় পারিবারিক বৈঠকে নারী কাউন্সিলরসহ তার সন্তানের উপর হামলা করেছে প্রতিবেশি। বুধবার রাতে লামা পৌরসভার ২ নং ওয়ার্ড নয়াপাড়ায় এই ঘটনা ঘটেছে। হামলায় আহত ১,২ ও ৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর

শাকেরা বেগম লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। কাউন্সিলর শাকেরা বেগম টানা দু’বারের জনপ্রতিনিধি। ঘটনার বিবরনে প্রকাশ, বুধবার ১২ জুন প্রতিবেশি মোমিন এর বাড়িতে চুরির দায়ে দিনভর এক শিশুকে বেঁধে রেখে মারধর করার অভিযোগে রাতে সেখানে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। ওই সময় পৌর মেয়রের ওভার ফোনে নির্দেশনায় মেয়রের ভগ্নিপতি এখলাসের বাসায় মিমাংসা বৈঠকে যোগদেয় কাউন্সিলর শাকেরা বেগম। বিষয়টি থানা পর্যন্ত না গড়িয়ে মেয়রের সম্মানে বাড়িতে মিমাংসা করা হয়। কাউন্সিলর শাকেরা বেগম জানায়, সেখানে মেয়রের ভগ্নিপতি এখলাসের বড় ভাই মোমিন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সে সময় কাউন্সিলরের ছেলে মায়ের সাথে অশ্লীল আচরণের প্রতিবাদ জানালে, মোমিন তাকে বেদম প্রহার করে। ছেলেকে আক্রমন থেকে বাঁচাতে গেলে উচ্ছৃঙ্খল মোমিনসহ দু’জনে মিলে কাউন্সিলর শাকেরা বেগমকে কিল-ঘুষি, লাথি মেরে শারীরিক নির্যাতন করেন বলে জানায়। প্রতিবেশিদের উপস্থিতে প্রানে বেঁচে যায় শাকেরা বেগম। হামলায় বুকে পিঠে প্রচন্ডভাবে আঘাত নিয়ে কাউন্সিলর শাকেরা বেগম রাতেই লামা উপজেলা!
মোবাইল নম্বর :০১৮৬৭৯৯৮২৪৪।

এই বিভাগের আরও খবর

Back to top button