বান্দরবান

লামায় ত্রিপুরা পল্লীতে ইউপিএফ’র শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

একরামুল হক লামাঃ
লামায় পুড়ে যাওয়া ত্রিপুরা পল্লীর ১৭ পরিবারকে ইউপিডিএফ(গণতান্ত্রিক) পার্টির উদ্যোগে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সরই ইউনিয়নের বর্ণিত স্থানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) পার্টির উদ্যোগে শীত বস্ত্র, খাদ্য সামগ্রী বিতরণ ও মতবিনিময় করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীত বস্ত্র ও ত্রাণ বিতরণ করেন উবামং মারমা। উক্ত অনুষ্ঠিত অতিথি বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত ছিলেন অতল চাকমা, বান্দরবান জেলা সমন্বয়ক, বিকাশ চাকমা,সাংগঠনিক সম্পাদক জেলা কমিটি, মেনরুং ম্রো সহ: সভাপতি জেলা কমিটি, মং শৈ প্রু ত্রিপুরা সভাপতি-লামা উপজেলা কমিটি, ইলিসাই ত্রিপুরা মেম্বার ৩নং ওয়ার্ড ১নং গজালিয়া ইউনিয়ন, লামা উপজেলা। এতে সভাপতিত্ব করেন দুনিজং ত্রিপুরা কারবারি টংঙ্গঝিড়ি পাড়া, লামা-বান্দরবান। উল্ল্যেখ্য যে, বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বেতছড়া ত্রিপুরা পাড়ায় গভীর রাতে আগুনে গত ২৪ডিসেম্বর
,২০২৪ ইং তারিখ দূর্বৃত্তের আগুনে ১৭টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এই বিভাগের আরও খবর

Back to top button