মোঃ নাজমুল হুদা লামাঃ
বান্দরবানের লামার সরই ইউনিয়নে বন্য হাতির পায়ের চাপে ফাতেমা বেগম (৫২) নামে এক মহিলা আহত হয়েছেন। রবিবার (১২ ডিসেম্বর) ভোর রাত ৩টায় আন্দারী নামক এলাকায় (৫ নংওয়ার্ড) এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়,লামা উপজেলার সরইর আন্দারী হিমছড়ি নামক এলাকায় প্রতিদিন এর মত বাড়িতে সবাই ঘুরে আছন্ন। ভোর ৩ টায় সময় বন্যহাতির চলাচলের শব্দে ঘুম ভেঙ্গে যায় এর মধ্যে বাড়ি উঠানে একটি বড় হাতি রান্নাঘর ভেঙ্গে ফেলে। এসময় ক্ষতিগ্রস্ত নুর মোহাম্মদ এর স্ত্রী ফাতেমা বেগম হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ডান পায়ের নিচের গুড়ালি ভেঙ্গে ক্ষত বিক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। বাড়ি থাকা অন্যরা পিছনের জানালা দিয়ে ছুটাছুঁটি করতে থাকে পরে পালিয়ে কোন রকমে তারা প্রাণে রক্ষা পায়। বন্য হাতিটি পশ্চিম দিকে পাহাড়ের দিকে চলে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবারটি দরিদ্র হওয়ায় সকালে এক আত্মাীয়ের সহায়তা লোহাগাড়া একটি হাসপালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি এসে ঔষধ পত্র খাচ্ছেন। আহত মহিলার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন তবে দরিদ্র দিন মজুর নুর মোহাম্মদ এর পক্ষে এটি সম্ভব নয়।
ক্ষতিগ্রস্ত দরিদ্র দিন মজুর নুর মোহাম্মদ জানান, এখন আমি আহত স্ত্রী ও ছোট ছোট -ছেলে মেয়েদের নিয়ে কি করব ভেবে কূল কিনারা পাচ্ছি না। এতে আমাদের প্রায় সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেশি ও প্রতক্ষদর্শী মোঃ রুবেল,দেলোয়ার, আম্বিয়া খাতুনসহ কয়েকজন জানান,মেইন রাডের পাশে এই এলাকাতে সহজে বন্যতাতি বিচরণ করে না । গত দুই /তিন বছর আগে একবার এসেছিল। দলচ্যুত হাতিটি গভীর রাতে “সরই মা ও শিশু হাসপাতাল ” দিয়ে মেইন রোড হয়ে অনেকক্ষণ হাটাহাটি করে মোড়ে অন্য বাড়ি আলো থাকায় এদিক দিয়ে গিয়ে মানুষ ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই বন বিট কর্মকর্তা মোঃ আব্দুল করিম জানান, আমরা সরেজমিনে ঘটনাস্থলে যাচ্ছি। সেক্ষেত্রে বন বিভাগের নিয়ম অনুসারে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।