চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার আইন শ্রিংলা নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত।

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে এই সভা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজন করা হয়। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন: লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন। বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোনালের ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদ। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রবিউল ইসলাম খান। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যেমন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী, বিএনপি, যুবদল, এলডিপি প্রমুখ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ। বনবিভাগ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, এবং সুশাসন প্রতিষ্ঠায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে

এই বিভাগের আরও খবর

Back to top button