কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পানিবন্দি মানুষের ঘর নির্মাণ করতে নগদ অর্থ বিতরণ করলেন আমিরাবাদ ইউনিয়নের কৃর্তী সন্তান বিশিষ্ট সমাজ সেবক ইউনিটি গ্রুপের চেয়ারম্যান দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরী ।
জুম্মাবার(০৮সেপ্টেম্বর) সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পযন্ত আমিরাবাদ ইউনিয়নের ৭০টা পানিবন্দি মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি কামরুল ইসলাম, সম্মানিত ব্যক্তিবর্গ
ফোরকান উল্লাহ চৌধুরী বলেন, লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দির কারণে কর্মহীন দিনাতিপাত করছেন। এসব কর্মহীন মানুষের কথা বিবেচনা করে পানিবন্দি পরিবারের মাঝে কিছু দিন পূর্বে ত্রাণ বিতরণ করেছি আর যেই সমস্ত পরিবার ঘর বাড়ি হারিয়েছে তাদের কে পূর্ণবাসন করতে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। এবং এই অসহায় মানুষের পাশে এসে দাড়ানোর জন্য সকল বিত্তশালীদের আহবান করছি।