চট্টগ্রাম

লোহাগাড়ায় বড় মাওলানার ঘৌড়দৌড় মেলা আগামী ৮/৯ ফেব্রোয়ারি।

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামে আগামী ৮ ও ৯ ফেব্রুারী অনুষ্ঠিত হচ্ছে ১২৭ তম ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। দক্ষিণ চট্টগ্রামের সুনামধন্য আলেম হযরত মাওলানা ছৈয়দ মোফাজ্জালুর রহমান (রহঃ) সাহেব সুখছড়ী গ্রামে এ ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার প্রবর্তন করেছিলেন। বড় মাওলানার পরিবারের পক্ষে এই তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ আরিফ মঈনুদ্দিন। তিনি আরও বলেন ৩-১ – ২০২৫ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইনামুল হাছান ও লোহাগাড়া থানার পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম কে সভা পরিচালনা কমিটির পক্ষ থেকে অবগত পত্র দেওয়া হয়েছে। তিনি জানান সোমবার দুপুর ২ টায় বড় মাওলানা জামে মসজিদের মুতাওয়াল্লি সৈয়দ আফজলুর রহমান সাহেবের নেতৃতে এলাকার সর্বসাধারণ অবগত পত্র নিয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউনো) ইনামুল হাছান এবং লোহাগাড়া থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলামের সাথে অবগত পত্র নিয়ে দেখা করেন এই সময় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়নের জমাতের দ্বায়িত্ব শিল মাষ্টার মোবারক হোসেন, প্রফেসার সৈয়দ আরিফ মাইনুদ্দিন, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত আহবায়ক এস এস দেলোয়ার, জাতীয়তাবাদী সামাজিক, সাংস্কৃতিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওসমান গনি।

এই বিভাগের আরও খবর

Back to top button