চট্টগ্রাম

চুনতীর ১৯ দিনব্যাপী ৫৪ তম আন্তর্জাতিক সীরতুন্নবী মাহফিলের ৪র্থ দিবসের আলোচনা

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চুনতীর ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৪র্থ দিবসের আলোচনায় বক্তারা মহানবীর (সা.) বিশ্বমানবতার মুক্তির দিশারি।
যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৪র্থ দিবস চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন লোহাগাড়া হাজী শরিয়তউল্লাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাজেদুল কাদের, চট্টগ্রাম বায়তুশ শরফের প্রধান মুবাল্লিগ আলহাজ্ব মাওলানা কাজি শিহাব উদ্দিন, কুতুবদিয়ার মাওলানা আসহাব উদ্দিন কুতুবী,চকরিয়া মারকাযুদ দাওয়াহ ওয়াল এরশাদ এর পরিচালক আলহাজ্ব মাওলানা মোস্তফা নুরী। বক্তারা বলেন আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে মহানবীর (সা.) অনুপম জীবনাদর্শ, তার সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং ইবাদতের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে। আমাদের দৃঢ়বিশ্বাস, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করেন মাহিদুল আলম সামী, ক্বারী মাওলানা আবুল কাশেম, না’আতে রসূল (সা.) পরিবেশন করেন ইমাদুর রহমান, মুহাম্মদ ফরিদুল ইসলাম, মাহফুজুর রহমান। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ,সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী,সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, এইচ.এম. মাহাবুবুল হক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

Back to top button