বান্দরবান

আলীকদমে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন।

মোঃ নাজমুল হুদা বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ০৩ পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবদুল্লাহ আল মুমিন। এ সময় উপজেলা প্রশাসন, আলীকদম এর পক্ষ হতে তাৎক্ষণিক ০৩ টি পরিবারকে ২০,০০০/- টাকা করে মোট ৬০,০০০/- আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৮ জানুয়ারি) বান্দরবানের আলীকদম-ফাঁসিয়াখালী সড়কের তারাবুনিয়ায় ডাম্পার ও মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।দুর্ঘটনায় নিহতরা হলেন, আলীকদমের নাছির চেয়ারম্যান পাড়ার মাশুক আহমদের ছেলে মো: বেলাল (৩০), বাজার পাড়ার মিন্টুর ছেলে মো: মিনহাজ (১৮) ও স্থানীয় মনু মিস্ত্রি কলোনীতে বসবাসরত রোহিঙ্গা নাগরিক ছৈয়দ আকব্বর (৪৫)।

এই বিভাগের আরও খবর

Back to top button