পটুয়াখালী

নূরানী তা লীমূল কোরআন বোর্ড বাংলাদেশ তৃতীয় শ্রেণীর বোর্ড পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়াতে আজ শনিবার সকাল ১০টায় মুরাদিয়া কারিমীয় কেরাতুল কোরআন মাদ্রাসায় এ পরিক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে পরিক্ষা (৩)তিনটি মাদ্রাসার শিক্ষাথীরা অংশ গ্রহণ করে নূরানি তা,লীমূল কোরআন বোর্ড বাংলাদেশ অধীনস্থ ১,কারিমীয়া কেরাতুল কুরআন বহু মূখী মাদরাসা মুরাদিয়া বোর্ড অফিস, ২,আল- কারীম কওমি মাদ্রাসা, চরগরবদী ফেরীঘাট,৩, আংগারিয়া বাহের চর
কওমি মাদ্রাসা। পরিক্ষার হল সুপারের দায়িত্বে হজরত মাওঃ ইদ্রিস আলী,সুপার কারিমীয়া কেরাতুল কুরআন বহু মূখী মাদ্রাসা, এছাড়া ছিলেন মাওঃ শফিকুল ইসলাম হাফেজ, মোঃ ওমর ফারুক দুই জনক বোর্ড পরিক্ষার জন্য পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছেন,অত্যন্ত সুষ্ঠ সুন্দর মনোরম পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button