এম আবু হেনা সাগর ঈদগাঁও প্রতিনিধিঃ
অষ্টম ও নবম শ্রেণির শিক্ষকগণের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কক্সবাজারে শুরু হয়েছে। ১৮ ডিসেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সদর, কক্সবাজার শহরের বায়তুশ শরফ শাহ জাব্বারিয়া একাডেমীতে এ প্রশিক্ষণ আয়োজন করেছে। ডিসেমিনেসন অব নিউ কারিকুলাম স্ক্রিমের আওতায় আয়োজিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় শিক্ষকগণ অংশ নিচ্ছেন। বিষয়ের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ধর্ম, জীবন ও জীবিকা, শিল্প ও সংস্কৃতি ইত্যাদি। বিকেলের সেশনে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। এই সময় সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহিউদ্দিন সহ শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে এ বছরে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম বিষয়ে পাঠদান ও শ্রেণি মূল্যায়ন কার্যক্রমে যে অভিজ্ঞতা অর্জন ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তার অভিজ্ঞতা বিনিময়,পোস্টার রাইটিং করা হয়।