কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসির ঝিলিক খুটে উঠেছে

এম আবু হেনা সাগর ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওতে আমন ধানের বাম্পার ফলনে কৃষক-কৃষাণীর মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। কৃষকরা আমন চাষে মনোযোগী হওয়ায় ও প্রকৃতির আনুকূল্য পাওয়ায় এবার আমনের ফলণ ভালো হয়েছে। বেশ কয়দিন ধরে সোনালি আমন ঘরে তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন কৃষকরা। আনন্দ আর উৎসাহ নিয়ে আমন ধান কাটার উৎসব এখন মাঝপথেই।

ঈদগাঁও উপজেলার সর্বত্র এখন আমন ফসলের মাঠে পাকা ধান। মুখ ফুলিয়ে হাসছে কৃষকরা।উজ্জ্বল রোদে সেই হাসি আরো ঝলমল করছে। এতদঞ্চলের আকাশে-বাতাসে এখন নতুন ধানের গন্ধ, গ্রামে-গ্রামে নবান্নের সাজ সাজ রব। মাঠে মাঠে কৃষকরা কাস্তে নিয়ে ধান কাটছে। শীতের সকাল থেকে শুরু করে পড়ন্ত বিকেল পর্যন্ত মাঠে-মাঠে ফসল কর্তনের চিরাচরিত দৃশ্য এখন সর্বত্র।

আধুনিক যন্ত্রের সাহায্যে ধান মাড়াই, বাছাই আর শুকানোর কাজে এখন ব্যস্ততার ধুম পড়েছে কৃষক পরিবার। অধিক জমিতে সোনা রাঙা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে মুখে হাসি ফুটেছে।
কদিন ধরে উপজেলার বিভিন্ন ধানী বিল ঘুরে ভালো ফলন আর কৃষকের মুখে হাসির ঝিলিকের চিত্র চোখে পড়ে। পাকা আমন ধানের বিস্তৃত সোনালি রঙের ঢেউ।
ধান কর্তন কাজে নিয়োজিত কজন কৃষকদের সাথে কথা হলে তারা আমনের ফলন ভাল হয়েছে বলে জানান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সাথে কথা হলে তিনি জানান, এবার ঈদগাঁওতে আমন ধানের সুন্দর বাম্পার ফলন হয়েছে। সেই ধান কাটা প্রায় ৭০ ভাগ শেষের পথে।

এই বিভাগের আরও খবর

Back to top button