মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
রাজশাহীর মোহনপুরে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (২৩ জুলাই) এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস এর ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাহানাবাদ ইউপি’র পাকুড়িয়া বিলে কৃষি জমিতে পুকুর খননকালে মো. আবদুল্লা নামের এক ব্যক্তির পুকুরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন এসিল্যান্ড।
সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস জানান, কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।