দেশজুড়ে

পাইকগাছাযর লতায় নিজেদের টাকায় রাস্তা সংস্কার করছে গ্রামবাসী

আশরাফুল হুসাইন বিশেষ প্রতিনিধিঃ
পাইকগাছা লতা ইউনিয়নের পুটিমারী গ্রামের শামুকপোতা বাজার সংলগ্ন রাস্তাটি বেশ কিছু অংশ দীর্ঘদিন ধরে অবহেলিত। শুকনো মৌসুমে গ্রাম থেকে বাজারে আসতে গ্রামবাসীর কোনো সমস্যা না হলেও বর্ষার সময় অনেক দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে কোন গাড়ি চলাচল করতে পারেনা।

গ্রামের এই বেশ কিছু অংশ রাস্তার জন্য অনেক স্থানে ঘুরাঘুরি করেছেন তারা। অবশেষে নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে রাস্তাটি

প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে ইট বালু দিয়ে নতুন রাস্তা নির্মাণে কাজ চলছে। গ্রামবাসি জানাই রাস্তাটির কাজ শেষ হতে তিন থেকে চার দিন সময় লাগবে।

প্রাথমিকভাবে রাস্তা সংস্কার কাজ চলছে
জানা গেছে, হিরামনের বাড়ি হতে কুমারেশ মেম্বারের বাড়ি পযর্ন্ত রাস্তায় বালু ও ইট দিয়ে গত বুধবার (২০ শে সেপ্টেম্বর ) কাজ শুরু করেছে গ্রামবাসী।

জানা যায় পুটিমারী গ্রামের কিছু কিছু বড় বড় ঘের মালিক ও ব্যবসায়ীদের যে যার সামর্থ অনুযায়ী অর্থ দিয়ে রাস্তাটি সংস্কার করছে।

এই বিভাগের আরও খবর

Back to top button