বল্লমঝাড়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক বিয়ে না করায় কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা
মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের পান ব্যবসায়ীর পুত্র কর্তৃক প্রতিবেশী কলেজ ছাত্রীর সাথে তিন বছর ব্যাপী বিয়ের প্রলোভন দিয়ে স্বামী স্ত্রীর মত শতশত বার শারীরিক সম্পর্ক করেও বিয়ে না করে প্রতারণা করার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার শিকার হওয়ায় সেই অভিমানে উক্ত কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালের ৯ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
অভিযোগে জানা যায়, উক্ত গ্রামের উল্লেখিত পান ব্যবসায়ী মজনু মিয়ার পুত্র মোঃ শিবলু সরকার প্রতিবেশী আকন্দ পাড়া এলাকার জনৈক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ের সাথে তিন বছর পুর্বে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি উল্লেখিত কলেজ ছাত্রীর বাবা মা টের পেয়ে তাকে ঢাকায় নিয়ে যায়।
কিন্তু ধুরন্ধর শিবলু সরকার মোবাইলে তাদের প্রেম জিইয়ে রাখে। সেই সুবাদে প্রায় প্রায় শিবলু সরকার মেয়েটিকে মোবাইলে ডেকে এনে একই কায়দায় শারীরিক চাহিদা পূরণ করতে থাকে।
এদিকে গত ২৭ সেপ্টেম্বর’ ২০২৪ ইং তারিখে শিবলু সরকার কলেজ ছাত্রীকে বিয়ে করবে বলে ঢাকা থেকে বাড়িতে ডেকে আনে। ওই দিন দিবাগত আনুমানিক রাত ১১ টার দিকে শিবলু সরকার কলেজ ছাত্রীর বাড়িতে এসে বাড়ি ফাঁকা পেয়ে বিয়ের প্রলোভন দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরেরদিন সকালে বিয়ে করবে বলে চলে যায়। কিন্তু শিবলু সরকারের পিতা মজনু সরকার বিষয়টি আঁচ করতে পেরে অন্যত্র শিবলু সরকারকে বিয়ে করায়।
গতকাল দুপুরে গাইবান্ধা হাসপাতালে এ প্রতিনিধিকে উক্ত কলেজ ছাত্রী জানান, আমি মোবাইলে শিবলু সরকারের সাথে কথা বললে শিবলু সরকার আমায় বলেন, বাবা-মা জোর অন্যত্র বিয়ে করিয়েছে। তারপরও আমি তোমাকেই বিয়ে করবো। তবে কিছু দিনের মধ্যে বাবা মায়ের বিয়া করানো বউকে তালাক দিয়া আমাকে বিয়ে করবে।
সুত্র জানায়, ধুরন্ধর শিবলু সরকার এভাবে কলেজ ছাত্রীর মনে আরো বেশি বিশ্বাস স্থাপন করে। সেই মোতাবেক ১৪ অক্টোবর সকালে শিবলুর কথামত কলেজ ছাত্রী শিবলু মিয়ার বাড়িতে যায়। এ সময় শিবলুর বাবা মজনু সরকার ও মা শিরিনা বেগম বেদম মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টার এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে ধরে দুই দিক থেকে টেনে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। একই সাথে তারা অটোওয়ালাকেও বেদম মারপিট করেছে। সুত্র আরো জানায়, ওইদিন বিকেলে ঘন্টা ব্যাপী মাঠেরপাড় বাজারেঃ
শিবলুর দোকানে কলেজ ছাত্রীর তর্কাতর্কি হয়। পরবর্তিতে বাড়িতে গিয়ে মনের দুঃখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে এ যাত্রা থেকে রক্ষা করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। উক্ত কলেজ ছাত্রী হাসপাতালের ৯ নং বেড়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে গাইবান্ধা থানায় ধর্ষণ মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে নির্ভরশীল সুত্র থেকে জানা গেছে।