চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসক ওসি ও ইউএনও কে সঙ্গে নিয়ে ইশমামের বাড়িতে

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গত ৬ আগস্ট সারাদেশের ন্যায় অন্যান্য থানার মত লোহাগাড়া থানা ও উপজেলা পরিষদ পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। ১২ আগস্ট দুপুরে থানা এবং উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুুহাম্মদ ফখরুজ্জামান।

তিনি এর ওসি রাশেদুল ইসলাম কে সঙ্গে নিয়ে আমিরাবাদের সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমামের বাড়িতে যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১লাখ টাকা অনুদান প্রদান করেন। অতি শীঘ্রই তার চলাচলের রাস্তাটি শহীদ ইশমামের স্মৃতি ধারণের জন্য শহীদ ইশমাম নামকরণে কাজ শুরু করার ঘোষণা দেন।পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তর এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জের অফিসসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন।

পরিদর্শন কালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লাহ ইসলামাবাদি, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলে পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজি নুরুল আলম চৌধুরী, বিএনপি নেতা আবুল হাসেম, শব্বির মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button