চট্টগ্রাম

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎতের বিরুদ্ধে অস্বাভাবিক বিদ্যুৎ বিল সহ বিভিন্ন অভিযোগ

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিদ্যুৎ বিল সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। বিদ্যুৎ গ্রাহকরা জানান অন্যসব মাসের তুলনায় গেল আগস্ট মাসে প্রায় প্রত্যেক গ্রাহকেরই বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা ঘাড়ে চাপিয়ে দিয়েছে ডিজিএম মোঃ শাহাজান এই চাড়া ও তার বিরুদ্ধে গ্রাহকদের বিভিন্ন অভিযোগ। গ্রাহকরা বলেন মনগড়া বিদ্যুৎ বিল তৈরির অভিযোগ নিয়ে ডিজিএম মোঃ শাহাজান এর সাতে কথা বলতে গেলে তিনি গ্রাহকদের সাথে অশোভনীয় আচরণ করেন। শাহাজানের বিরুদ্ধে ইতোমধ্যে সামাজিক গণমাধ্যমে থেকে শুরু করে সর্বত্রই তার বিরুদ্ধে নানা সমালোচনার জ্বড় উঠেছে। বাড়তি বিলের অভিযোগ নিয়ে প্রতিনিয়ত গ্রাহকরা বিদ্যুৎ অফিসে এসে ভিড় জমিয়েছে তবুও এই বিষয় নিয়ে কোন মাথা ব্যাথা নেই ডিজিএম মোঃ শাহাজানের। এই বিষয়ে বিদ্যুৎ বিভাগ বলছে বেয়াল্লিশ আমলের কথা; যে যতটুকু বিদ্যুৎ ব্যবহার করেছে সে অনুযায়ী বিল তৈরি করা হচ্ছে। তবে গ্রাহকরা বলছেন এরমধ্যে অভ্যন্তরীণ কারসাজি রয়েছে। নয়তো বিলের এতো হেরফের হওয়ার কথা নয়। শুধু তাই নয় পুরো মাস বিদ্যুৎ ব্যবহার না করেও অস্বাভাবিক বিল তৈরির অভিযোগও রয়েছে। বাড়তি বিলের অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে আসেন গ্রাহক লুৎফুর রহমান। তিনি জানান, অন্যান্য মাসে তার বিল আসতো ৪০০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা। হঠাৎ চলতি বছরের আগস্ট মাসে বিলম্ব মাশুলসহ বিল আসে ৩ হাজার ৬২৫ টাকা, যা অকল্পনীয়। এ নিয়ে মৌখিক অভিযোগ জানালেও বিলটি পরিশোধ করতে হয়েছে।
একই অভিযোগ নিয়ে আসেন আরও অনেকে তাদের ও একই অবস্থা আগস্ট মাসের বিল বেশি। পরবর্তীতে বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক মনে হলে বিদ্যুৎ অফিসে এসে অভিযোগ জানালেও পুরো বিল পরিশোধ করতে হয়েছে তাদের। নেছার আহমেদ নামের এক গ্রাহক জানান, তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। গ্রামের বাড়িতে বিদ্যুতের কোনো ব্যবহারই নেই। এরপরেও নিয়ম অনুযায়ী ১০০ টাকা মতো বিল আসে। কিন্তু হঠাৎ গতমাসে তার সাড়ে তিনশো টাকা বিল আসে। এদিকে শুধু তারা নন বিদ্যুতের এমন ভুতুড়ে বিলের অভিযোগ হাজার-হাজার গ্রাহকের এর থেকে নিস্তার চান তারা। পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ শাহজাহান বলেন, কোনো গ্রাহক সুনির্দিষ্ট অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।কিন্তু হাজারো অভিযোগ থাকা শর্তেও কোন তদন্ত করছেন না এই চাড়া বিদ্যুৎ এক ঘন্টা থাকলে দুই ঘন্টা থাকেনা এই বিষয়ে ডিজিএম অথবা এজিএম কে জানালে তারা অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করতে বলেন অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করলে তারা বলেন গ্রিডের সমস্যা তাহলে কি করে বিদ্যুৎ এর এত বিল আসে এই বিষয়ে পল্লী বিদ্যুৎ এর চেয়ারম্যান লোহাগাড়ার কৃর্তী সন্তান সেলিম সাহেব সহ উপরস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন লোহাগাড়াবাসী।

এই বিভাগের আরও খবর

Back to top button