চট্টগ্রাম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির নির্বাচন দেওয়ার আহবান

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ। তিনি বলেন, নির্বাচনমুখী যাবতীয় জরুরি সংস্কার করার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে। কিন্তু সকল সংস্কার বাস্তবায়নের দায়িত্ব একমাত্র নির্বাচিত সরকারের। সুতরাং নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আপনারা সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারেন। কিন্তু সেই সংবিধান সংশোধন করবে নির্বাচিত পরবর্তী পার্লামেন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের আহ্বান জানাই, যত দ্রুত সম্ভব নির্বাচনমুখী সংস্কার সাধন করুন এবং গণতান্ত্রিক নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন। তাহলে এদেশের মানুষ আশ্বস্ত হবে, বাংলাদেশ সত্যিই প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে। গতকাল মঙ্গলবার বিকালে নগরের আলমাস মোড়ে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি আয়োজিত ‘গণতন্ত্রের শোভাযাত্রা’ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি কাজীর দেউড়ী, লাভলেইন, জুবিলি রোড, নিউ মার্কেট, কোতোয়ালী হয়ে লালদিঘি পাড়ে এসে শেষ হয় শোভাযাত্রা–পূর্ব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান।

এই বিভাগের আরও খবর

Back to top button