নিজস্ব প্রতিবেদনঃ
মুহুর্তেই পাশে থাকার অঙ্গীকার’ এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরে ২০১৭ সালের ৪ঠা সেপ্টেম্বর একঝাঁক গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রতিষ্ঠিত জেলা অনলাইন প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এই উপলক্ষ্যে শুক্রবার (৮ই সেপ্টেম্বর) বিকেলে অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে নব-গঠিত কমিটির ঘোষণা প্রদান করেন চাঁদপুর অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ আশিক খান।
চাঁদপুর অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও পুনঃনির্বাচিত সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীনের সভাপতিত্বে এসময় মাননীয় প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নবনির্বাচিত নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বক্তব্য তুলে ধরে সংগঠনকে এগিয়ে নেওয়ার শপথ করেন।
এসময় খুব শিঘ্রই দেশবরেন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি অভিষিক্ত হবেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীনকে সভাপতি, ডাঃ মো: আশিক খানকে সাধারণ সম্পাদক ও গিয়াস উদ্দিন রানাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গঠিত জেলা অনলাইন প্রেসক্লাবের কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি এরশাদ খান (চাঁদপুর সময়), মাকসুদুল আলম (চাঁদপুর টুডে.কম), অ্যাড. নাজমুন নাহার অনি (দেশ সংবাদ), মো: কামরুল হাসান (নিউজ মিডিয়া), আবদুল মান্নান সাগর (প্রেস নিউজ২৪.কম), গিয়াসউদ্দিন নান্নু (চাঁদপুর কথা.কম), যুগ্ন-সাধারণ সম্পাদক নুরুল করিম সুমন (বাংলার মুখ নিউজ২৪.কম), মিঞা মোহাম্মদ মামুন (গ্রীণ বাংলা নিউজ.কম), আমান উল্যাহ আমান (দ্যা ডেইলি এশিয়ান এইজ), অ্যাড. মোহাম্মদ আলী মজুমদার (বিডি কারেন্ট নিউজ২৪.কম) সাংগঠনিক সম্পাদক এস.আর শাহ আলম (সোনালী চাঁদপুর নিউজ.কম), মো. মাহফুজুর রহমান (সময়ের কন্ঠস্বর.কম), মনির হোসেন সজিব (বাংলার সংবাদ.কম), ফরিদুল আলম রুপন (বাংলার বায়ান্নো.কম) অর্থ বিষয়ক সম্পাদক সুফী খায়রুল আলম খোকন (বিডি কারেন্ট নিউজ২৪.কম) তৌহিদুর রহমান আরিফ (বিডিসিএন২৪.কম), দপ্তর সম্পাদক শুভ কর্মকার (দুর্নীতির সন্ধানে.কম), আরিফুল সজিব (গ্রীণ বাংলা নিউজ২৪.কম), বোরহান উদ্দিন রিসাত (বিডিসিএন২৪.কম), আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হান্নান কাজী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ এমদাদুল হাসান (চাঁদপুর কথা.কম), মো: মুছা তপদার (চ্যানেল চাঁদপুর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তানভীর হাসান (নাগরিক বার্তা.কম), নবীন ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ওমর ফারুক (ম্যাক্স টিভি), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (চাঁদপুর সংবাদ.কম) মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ছায়রা বেগম ফারিয়া, মিসেস লায়লা আক্তার (দেশ সংবাদ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম (এশিয়ান টিভি), ধর্ম বিষয়ক সম্পাদক ওমর শরীফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাগর চন্দ্র স্বপন, শাহ কাজল আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুম হোসেন শিপন, মানবাধিকার বিষয়ক সম্পাদক শেখ রাসেল সুমন (চাঁদপুর কন্ঠ), ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন (যমুনা পোস্ট), সমাজকল্যান বিষয়ক সম্পাদক শিবু চন্দ্র দাস, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন পাটওয়ারী।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মাহবুবুর রহমান সেলিম, সাইফুল ইসলাম রনি (বিডিপি নিউজ), সাইফুল ইসলাম সিফাত (প্রিয় চাঁদপুর), মুজিবুর রহমান রনি (মেঘনা পোস্ট), সাইফুল ইসলাম (হৃদয়ে চাঁদপুর), জাহাঙ্গীর হোসেন (জাগ্রত দেশ),গাজী মো. আবদুল গনি,দেওয়ান মোহাম্মদ ইসহাক,এস এম পারভেজ সম্পাদক বিডি মেঘনা নিউজ 24, ও বিডিসিএন২৪, স্বাধীন বাংলা ৭১, আবু তালেব, ফাহাদ বিন হুমায়ূন, কে.এম হাসান।