গণমাধ্যম

দেবহাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী কমিটি গঠন করা হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি
দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রেসক্লাবের বার্ষিক সভায় শেষে গঠনতন্ত্রের আলোকে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মীর খায়রুল আলম, দৈনিক দৃষ্টিপাতের বায়েজিত বোস্তামি উজ্বল সাধারন সম্পাদক, দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার কবির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুমন পারভেজ বাবু ও প্রভাষক সুমন ঘোষ সুজন, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক পদে সন্যাসি কুমার ওভি, দপ্তর সম্পাদক পদে এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, অধ্যাপক রাজু আহম্মেদ, রুহুল আমিন ও আব্দুস সালামকে মনোনিত করা হয়।
শুরুতে প্রথম অধিবেশেনে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এসময় বিগত দিনের কর্মকান্ড তুলে ধরা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনিত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমানকে প্রধান নির্বাচন কমিশন করে উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব এবং আব্দুল কাদের মহিউদ্দীনকে সহকারী কমিশনার করা হয়। প্রথম অধিবেশন শেষে নির্বাচন কমিশনার নিকট ক্ষমতা হস্তান্তর করা হয়। পরে ২য় অধিবেশনে গঠনতন্ত্রের ১৬ ধারার আলোকে সাধারণ পরিষদের সম্মতিক্রমে আলোচনা সাপেক্ষে কমিশনের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে সাধারণ পরিষদ হাত তুলে কার্যকরী কমিটির নাম প্রস্তাব ও সমার্থন করেন। এতে সকলের সম্মতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন তা চূড়ান্ত হিসাবে ঘোষনা করেন। এর আগে সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্য ২ জনের স্থলে ৪ জন করে মোট ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিকী কমিটি ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিতিত ছিলেন প্রধান নির্বাচন কমিশন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমান, সহকারী কমিশনার উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, নব-কমিটির নেতৃবৃন্দরা, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবু হুরাইরা, সাবেক আহবায়ক আজিজুল হক, সদস্য দিপঙ্কর বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

এই বিভাগের আরও খবর

Back to top button