গণমাধ্যম

ইউটিউব কপিরাইট এক্সপার্ট মেহেরপুরের ছেলে এম আলছাহাব মল্লিক।

আব্দুর রহমান আয়ান নিজস্ব প্রতিনিধিঃ
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর ও ইউটিউব কপিরাইট এক্সপার্ট মেহেরপুর জেলা গাংনী উপজেলার এম. আলছাহাব মল্লিক। বাংলাদেশের বেশ কিছু নিউজ ক্যাটাগরি ইউটিউব চ্যানেলের মালিকানা ভুক্ত তিনি এবং YouTube Financial Agency প্রতিষ্ঠাতা। ইউটিউব এক্সপেরিমেন্ট করে খুব সহজে ইউটিউব এ সফল হওয়ার মাধ্যম বের করে সাড়া ফেলেছেন তিনি। ইউটিউব থেকে তিনি বেশ কিছু সিলভার ও গোল্ডেন প্লে-বাটন অর্জন করেছেন তার সফলতার মাধ্যমে। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ক্যাটাগরি ইনফরমেটিভ কনটেন্টের স্ক্রিপ্ট লিখেন যা বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনি শুধু একজন উদ্যোক্তাই নন, বরং একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, যিনি বাংলাদেশের সাইবার জগতকে সুরক্ষিত রাখার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।এম. আলছাহাব মল্লিক বিভিন্ন সামাজিক মাধ্যমে সিকিউরিটি প্রটেকশন সেবা প্রদান করে থাকেন। বিশেষ করে, সেলিব্রিটি এবং বিশিষ্ট ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং পেজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এম. আলছাহাব মল্লিক ফেসবুক কপিরাইট পুনরুদ্ধার কাজেও দক্ষ। বিভিন্ন সেলিব্রিটি ব্যক্তিরা তার সহায়তা নিয়ে তাদের প্রোফাইল ও পেজ সুরক্ষা নিশ্চিত করেছেন। তার এই নিরলস প্রচেষ্টা তাকে আইটি খাতে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরেছে। এম. আলছাহাব মল্লিক এর বিশ্বাস, দেশের উন্নয়নে বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটর এবং সাইবার এক্সপার্ট’দের ভূমিকা আরও বৃদ্ধি পাবে যদি তিনি সরকারি পৃষ্ঠপোষকতা পান। তরুণ প্রজন্মের জন্য এম. আলছাহাব মল্লিক একটি উদাহরণ হয়ে উঠেছেন, যিনি তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট, সাইবার সিকিউরিটি ও আইটি সেক্টরে অনেক সম্ভাবনা রয়েছে। সরকারের সহায়তা পেলে ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে বাংলাদেশ বৃহত্তর পরিসরে রেমিট্যান্স আনতে সফল হবে, বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

Back to top button