মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত ৯ ই মার্চ দুপুর একটায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুমে উক্ত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ক্লাব এর কেন্দ্রীয় নেতা, রংপুর বিভাগীয় কমিটি সিনিয়র সহ সভাপতি এবং বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব মোয়াজ্জেম হোসেন আকন্দ। উদ্বোধনী বক্তব্যে জনাব মোয়াজ্জেম হোসেন আকন্দ বলেন সাংবাদিকদের মধ্যে ঐক্য দৃঢ় করতে হবে। ঘুনেধরা দুর্নীতিগ্রস্ত সমাজ কে আমুল পরিবর্তনে সাংবাদিক সমাজের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বয়ক মোঃ মোসলে উদ্দিন বিজন। প্রদান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি লালমনিহাট জেলা শাখার এস আর শরিফুল ইসলাম রতন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলার পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা’র প্রকাশক ও সম্পাদক সাংবাদিক নেতা মোঃ সুলতান আহমেদ সোনা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিহাট জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বিভাগীয় নেতা মোঃ মিজানুর রহমান মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন সৈয়দ বিপ্লব, আমিনুল ইসলাম মিঠু, মোঃ আব্দুর রাজ্জাক, আল-আমিন , হোসেন আলী সোহেল, সুজা মিয়া, হাবিবুল ইসলাম সাইন, রফিকুল ইসলাম রাফিক প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতক্রমে মোঃ মুসলে উদ্দিন বিজনকে সভাপতি, মোঃ আব্দুর রাজ্জাক সরকারকেসাধারণ সম্পাদক, মোঃ হোসেন আলী সোহেল কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত সম্মেলনে বক্তারা বলেন হলুদ সাংবাদিকদের থেকে দূরে থাকতে হবে এবং হলুদ সাংবাদিকদের মধ্যে যদি কেউ থাকে তাহলে তার নিকট থেকে পরিত্রাণ পেতে হবে। শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা সদর উপজেলা কমিটি ঘোষণা করে সবার মধ্যে ঐক্য ও প্রতিজ্ঞা জ্ঞাপন করা হয়েছে।