গণমাধ্যমচট্টগ্রাম

২৮ অক্টোবর সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
সাংবাদিক ভাইদের প্রতি জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার পক্ষ থেকে বিনিত নিবেদন এইযে যারা ঢাকায় মহা সমাবেশের নাম দিয়ে রাজপথ সাংবাদিকদের রক্তে রঞ্জিত করেছে এই কুলাঙ্গারের দলকে বয়কট করুন। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব এবং লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন সাংবাদিক”কে টার্গেট করলে পরিণতি ভালো হবে না* সাংবাদিক মরতে জানে তাই সাংবাদিক কে মরনের ভয় দেখিয়ে লাভ নেই। সাংবাদিকরা প্রতিটা সময় জীবনের জুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে।

২৮ তারিখ বিএনপি নামক এই কুলাঙ্গারের দল মহাসমাবেশের নাম দিয়ে পুলিশের উপর হামলা করছে রাস্তায় গাড়ি পুড়িয়ে সাধারণ মানুষ কে নির্যাতন করেছে আর এই অপকর্মের ছবি ও ভিডিও ধারণ করেছে সাংবাদিকরা। আর সাংবাদিক যেন বিএনপির অপকর্মের ছবি ও ভিডিও ধারণ করে জাতির সামনে প্রকাশ ও পঁচার করতে না পারে সেই জন্য সাংবাদিকের উপর হামলা করছে আর এই হামলায় শতাধিক সাংবাদিক আহত হয়েছে নিহত হয়েছে ২জন আর এই কুলাঙ্গারের দল বিএনপির বিচার কামনা করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম। তিনি বলেন সঠিক সংবাদ প্রকাশ করা যদি দোষ হয় তাহলে আল্লাহ সাংবাদিকদের আরও শক্তি দান করুক সাংবাদিকরা যেন এই ধরনের সঠিক সংবাদ প্রকাশ করতে পারেন। কামরুল ইসলাম আরও বলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে- ইত্তেফাক, সময় টিভি, যমুনা টিভি, কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যম কর্মীর উপর হামলায় গুরুতর আহত বাংলার বিবেক, ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি এই খুনি বিএনপি কে।

সাংবাদিক ভাই আপনারা গর্জে ওঠোন বাংলার বিবেক, গর্জে ওঠো বাংলার কলম সৈনিকরা আপনারা এই বিএনপির অপকর্মের ছবি ও ভিডিও জাতির সামনে প্রকাশ করুণ। এতে যদি সাংবাদিকদের জীবন যায় তাতে করে ও সাংবাদিকদের দুঃখ নেই ।

এই বিভাগের আরও খবর

Back to top button