চট্টগ্রাম

কক্সবাজারে প্রবাসী আওয়ামী লীগ মক্কা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা

এম আবু হেনা সাগর ঈদগাঁওঃ
প্রবাসী আওয়ামী লীগ, সৌদি আরব মক্কা শাখা সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শাকের উল্লাহ শাহেদ ও সমাজসেবক তফুর আলমকে সংবর্ধনা দিলেন কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ।

১৮ই সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টায় পোক খালীর পশ্চিম গোমাতলী মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি,সাবেক ছাত্রনেতা আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান।

উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, সাবেক ছাত্রনেতা নওশাদ মাহমুদ, পোকখালী ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফরিদুল আলম,জালালাবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসান তারেক,সহ-সভাপতি শামসুল আলম,সাধারণ সম্পাদক শাহেদ কামাল,
পোকখালী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, ঈদগাঁও উপ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ,ছাত্রনেতা কাজী আব্দুল্লাহ,ঈদগাঁও যুবলীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিকলীগের নেতা আলমগীর বাংলা, শাহাব উদ্দিন,ঈদগাঁও ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহামান শাহিনসহ বিপুল সংখ্যক স্থানীয় লোক জন।

প্রবাসী আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীদের পক্ষে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা জবাবে শামসুল আলম ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে পাঁচ সহস্রাধিক লোকজনের মাঝে প্রীতি ভোজ পরিবেশন করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button