কামরুল ইসলাম চট্টগ্রামঃ
দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আশরাফ আলী চৌধুরীর সুযোগ্য দহিত্র, প্রতিষ্ঠাতা সভাপতি অলি উল্লাহ চৌধুরীর কৃর্তী সন্তান বীর চট্টগ্রামের শিংহ পুরুষ লোহাগাড়া উপজেলার উজ্জ্বল নক্ষত্র আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃর্তী সন্তান ইউনিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সমাজ সেবক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরী কাছে লোহাগাড়া উপজেলার ধর্মবর্ন দলমত নির্বিশেষে সকলের দাবি ফোরকান উল্লাহ চৌধুরী যেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়। শুধু তাই নয় লোহাগাড়া সাতকানিয়া উপজেলার অভিভাবক এমপি এম এ মোতালেব সিআইপির কাছে ও ফোরকান উল্লাহ চৌধুরী কে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বলে দাবী জানিয়েছেন লোহাগাড়া উপজেলার জনসাধারণ । কিন্তু অতিব দুঃখের বিষয় এই বিষয়ে ফোরকান উল্লাহ চৌধুরী কোন ধরনের সাড়া দিচ্ছেন না। লোহাগাড়া উপজেলার সচেতন মহল বলেন ফোরকান উল্লাহ চৌধুরী কোন জনপ্রতিনিধি না হয়ে ও যেই ধরনের অগ্রণী ভূমিকা এলাকায় রাখছেন সেই ধরনের ভুমিকা একজন জনপ্রতিনিধি ও রাখতে দেখা যায় না। কোন অসহায় মানুষ সহযোগিতার জন্যে ফোরকান উল্লাহ চৌধুরীর কাছে গেলে সেই মানুষ টি যেখানের হোক সেই মানুষ টি কে খালি হাতে ফিরিয়ে দেন না আসলে ফোরকান উল্লাহ চৌধুরীর মত মানুষ জনপ্রতিনিধি হলে এলাকার ও এলাকার মানুষের উন্নয়ন। তাই এলাকার মানুষের কথা চিন্তা করে জনপ্রতিনিধি হওয়া উচিত কেননা কোন অযোগ্য মানুষ যেন জনপ্রতিনিধি না হয় সরকার যতোই উন্নয়ন মুখি হোক স্থানীয় জনপ্রতিনিধি যদি উন্নয়ন মুখি না হয় তাহলে ঐ এলাকা ও এলাকার মানুষ অবহেলিত হয়ে থাকে তাই এলাকাবাসীর কথা চিন্তা করে ফোরকান উল্লাহ চৌধুরীর মত মানুষের জনপ্রতিনিধি হওয়া উচিত বলে জানান লোহাগাড়া উপজেলার সচেতন মহল।