দেশজুড়ে

বগুড়ার ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফার্মেসির মালিক গ্রেফতার করেছে পুলিশ

মোঃ নাজমুল হাসান নাজিরঃ
বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সেলিম হায়দার বাবু (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সেলিম হায়দার বাবু শেরপুর উপজেলার বিলনোথার গ্রামের মোজাফফর রহমানের ছেলে এবং সিনহা ফার্মেসির স্বত্ত্বাধিকারী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধুনট শহরের ওষুধ পট্টি এলাকায় সিনহা ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিনহা ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছিলেন সেলিম হায়দার বাবু।  তিনি সীমান্ত এলাকা বেনাপোল থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিক্রি করছিলেন। মাদক সেবীদের কাছে প্রতিটি ট্যাবলেট ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ওই ফার্মেসিতে অভিযান চালায় থানা পুলিশ। এসময় ওই ফার্মেসি থেকে বিক্রয় নিষিদ্ধ ৪৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এসময় সিনহা ফার্মেসির স্বত্ত্বাধিকারী সেলিম হায়দার বাবুকে গ্রেফতার করে পুলিশ।

এই বিভাগের আরও খবর

Back to top button