আইন-আদালত

গাইবান্ধার বল্লমঝাড়ে জমি সংক্রান্ত আদালতে ১৪৪ ধারায় মামলা।

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের অধিবাসী মৃত আবুল কাসেমের পুত্র ছাইদার রহমানের স্বত্ত¡ দখলীয় জমি প্রতিপক্ষ কর্তৃক জবরদখল,পায়তারা ও হুমকি প্রদর্শনের প্রেক্ষিতে ছাইদার রহমান বাদী হয়ে গাইবান্ধা বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে রেজা মন্ডল,দীপু মন্ডল, নয়ন মন্ডল,আমিনুর মন্ডল,রায়হান মন্ডল ও রেজিয়া বেগমকে প্রতিপক্ষ করে ১৪৪, ১৪৫ ধারার মামলা দায়ের করেছে।

প্রার্থী ছাইদার রহমানের দায়েরকৃত মামলার বিবরণ থেকে জানা যায়, তফশীল বর্ণিত সিএস ৪০৪ খতিয়ানভুক্ত ২.৫৫ একর জোত জমিতে সাবেক মালেক জোদ্দার অধীনে খয়ের উদ্দিন সোনার ও নয়ান উদ্দিন সোনার প্রত্যেকে ১১২ শতক এবং অতকজান বিবির নামে ৩১.৪৭ শতক জমিতে স্বত্ত¡বান ও দখলকার থাকাকালে তাদের নামে সঠিক ও শুদ্ধভাবে এসএ খতিয়ান ৪৮৩ প্রস্তুত হয়।

তৎপর এসএ ৪৮৪ খতিয়ানে বার্ষিক ৭টাকা জমার জমি জমা ১০০ টাকা কবিলিয়াতমূলে নির্ধারণে মোঃ ইয়াছিন আলী দপ্তরি বরাবর হস্তান্তর করিলে ইয়াছিন আলী তাহাতে স্বত্ত¡বান ও দখলকার হন। তৎপর ইয়াছিন আলী বাংলা ১৩৫৫ বঙ্গাব্দের ১১ই ফালগুন, ১৯৪৮ সালের ২৪ ফেব্রæয়ারি তারিখে জমা বৃদ্ধি করিয়া প্রজা বহাল থাকে।

ইয়াছিন আলী তাহার কবিলিয়ত খরিদা ১১২ শতক জমিতে স্বত্ত¡বান ও দখলকার থাকা কালে তাহার নামে আরএস ৪৮৪ নং খতিয়ান প্রস্তুত হয়। তৎপর ইয়াছিন আলী বাংলা ১৩৬৫ সালের ২৯ মাঘ, ১৯৫৯ সালের ১২ ফেব্রæয়ারি তারিখে ২৩৮৪ নং কবলা দলিল মূলে ৭৪শতক জমিসহ অন্যান্য দলিল মূলে সমূদয় ১১২ জমি পুনরায় খয়ার উদ্দিন সোনার বরাবর হস্তান্তর করিয়া জোতজমি হইতে নিঃস্বত্ববান হন। খয়ার উদ্দিন, নয়ান উদ্দিন ও আতকজান বিবি মৃত্যুবরণ করায় ওয়ারিশ বর্তমান থাকে। প্রার্থীর নামে বিআরএস ২৮৮ ও ৮৯৯ খতিয়ান সঠিকভাবে প্রস্তুত হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button