ঠাকুরগাঁও

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজির উদ্দিন আহমেদ এর দাফন সম্পন্ন হয়েছে।

মোঃনুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা নজির উদ্দিন আহমেদ এর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার মাছখুড়িয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসাইন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ঠাকুরগাঁও পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ওকত আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার মীরা নাথ গৌসামী, ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ টি এম মাহবুব, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি উজ্জ্বল হোসেন, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা নজির উদ্দিন আহমেদ মাছখুড়িয়া গ্ৰামে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম নজির উদ্দিন আহমেদ দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button