বিশেষ প্রতিনিধি নবীন ভূঁইয়াঃ
চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট মাঝির বাজার এলাকায় মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে একটি জাহাজ থেকে ০৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার টার দিকে লাশগুলো পাওয়া যায় বলে জানিয়েছেন চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। জানা যায়, চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও নৌ-পুলিশ। চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেছেন, হাইমচর উপজেলার মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী কার্গো এমভি আল-বাখেরা থেকে ০৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ০৭ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরো ০৩ জনকে উদ্ধার করা হয়েছে।