ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ১নং ওয়ার্ডের দীর্ঘদিনের ভুমি বিরোধ সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পয়লা জুন শনিবার সকালে নীলকমল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম নাছির উদ্দিন সরদারের দারুল উলূম মডেল মাদ্রাসা মাঠে ৩২০ পরিবারের নামে বরাদ্দকৃত ভুমি বিরোধ সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু সরকারের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, সিনিয়র সহ-সভাপতি এম বাশার, জেলা পরিষদের সম্মানিত সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম সিকদার, নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মোল্লা, হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান প্রধানিয়া, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি কাজল পাটওয়ারী, ইউপি সদস্য খলিল মাতাব্বর স্বপন মোল্লা, সোহেল পাটওয়ারী, মান্নান মাল, এমরান তালুকদার, আওয়ামীলীগ নেতা সানাউল্লাহ পেদা, আল আমিন, আওয়ামী লীগ নেতা খোকন মিয়া, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার,যুবলীগ নেতা সোহাগ মাঝি সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সকলের উদ্দেশে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী তিনি বলেন, অত্যান্ত আনন্দের বিষয় আজ ৩২০ পরিবারের নামে বরাদ্দ কৃত জমি নিয়ে দুপক্ষের বিরোধ নিষ্পত্তি করে জমি বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়, তিনি আরো বলেন সারাদেশের ন্যায় আমাদের হাইমচরেও ভু’মিহীন গৃহহীন থাকবেনা, প্রায় দুই হাজার পরিবার জমিসহ ঘর পেয়েছে। যে ঘরে পরিবার পরিজন নিয়ে সুন্দর ভাবে জীবনযাপন করতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি কাজ করে যাচ্ছেন। যে সকল মানুষ ভূমিহীন ঘরহীন মানুষ, অন্য জায়গায় বাসা বাড়িতে বাড়া থাকে পথে ঘাটে বসবাস করে তাদেরকে জমিসহ ঘরের ব্যবস্থা করে দিয়ে পিতার স্বপ্ন পুরন করছে। তিনি বলেন, দেশের একটি মানুষ যেন আশ্রয়হীন না থাকে সে লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন নীলকমল ইউনিয়নের মধ্যচরের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে এবং নীলকমল মধ্যচরে মানুষের চলাচল উপযোগী রাস্তা হয়েছে। অর্থনৈতিক অঞ্চল ঘোষণা হয়েছে। ইনশাআল্লাহ চরাঞ্চলের মানুষের প্রাণের দাবি স্থায়ী বাঁধও নির্মাণ হয়ে যাবে। নূর হোসেন পাটওয়ারী বলেন আমি শুধু স্বপ্ন দেখায় না,তা আপনাদের জন্য বাস্তবায়ন করি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আবারও আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি আপনাদের সুখে দুঃখে সব সময় থাকবো।