মোঃ হোসেন গাজীঃ
জাগো ফাউন্ডেশন এর বাস্তবায়নে ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)চাঁদপুর জেলা এর উদ্যোগে ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে শুক্রবার(১৮ অক্টোবর) সকাল ১০ টার সময় রশীদ খানের বাড়ির সম্মুখে প্রায় তিন শতাধিক দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এ্যালমনাই মেম্বার রাশেদুল ইসলাম সোহান,সভাপতি প্রশান্ত সরকার,সহ-সভাপতি যুহানী,সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, হিউম্যান রিচার্স অফিসার তানজিল,
প্রজেক্ট অফিসার রাবেয়া আক্তার রুবা,পাবলিক রিলেশন অফিসার চন্দীমা দেবী হিয়া,কোষাধ্যক্ষ ইয়াসিন আরাফাত,সাবেক সহ-সভাপতি সাদিয়া খানম ও কমিটি মেম্বার মামুন,নাসরীন,আশা,সিয়াম।ত্রাণকার্যে সার্বিক সহযোগীতায় ছিলেন সাবেক ইউপি মেম্বার ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মিয়া(কালু মিয়া রাড়ী),চাঁদপুর সদর থানা যুবদল সদস্য ফয়সাল হাজরা,ইউনিয়ন যুবদলের জয়েন্ট সেক্রেটারি মো: মানিক খান,সহ-সভাপতি নাজির রাড়ী, ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি মো: হাবিব গাজী, ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি সাহাবুদ্দীন রাড়ী।বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিলো চাউল ৫ কেজি,মসুর ডাল ২ কেজি,সুজি ১ কেজি,ময়দা ২ কেজি,চিনি ২ কেজি, লবন ১ কেজি,সয়াবিন তেল ১ লিটার ও খাবার স্যালাইন। এসময় রাশেদুল ইসলাম সোহান বলেন,আমরা এই সংগঠনের মাধ্যমে দেশের দরিদ্র ও অসহায় মানুষদের স্বার্থে কাজ করছি।আমরা চাই দেশের মানুষ ক্ষুদা ও দারিদ্র্য মুক্ত থাকবে।স্থানীয় লোকজন জানান,আমরা এই ত্রাণসামগ্রী পেয়ে বেশ উপকৃত হয়েছি।আমরা ত্রাণ কার্যের সাথে সম্পৃক্ত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।