বগুড়া

বগুড়ার ধুনটে শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে আর্থিক সহযোগিতা প্রদান করলেন সাবিনা।

গোবিন্দ রায় ধুনট প্রতিনিধিঃ
বগুড়া জেলা ধুনটে উপজেলা মথুরাপুর পিরাহাটি পশ্চিম পাড়া ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়ন পিরাহাটি পচ্চিম পাড়া ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করেন ধুনট থানার সরদানী তৃতীয় লিঙ্গের সাবিনা। তিনি ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন কমিটির সভাপতি শ্রী সুশীল সাহা ও সাধারন সম্পাদক শ্রী সাধু সাহার হাতে নগদ টাকা তুলে দেন।

এই বিভাগের আরও খবর

Back to top button