বগুড়া

বগুড়ার ধুনটে অভিনেতা ফারুককে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা।

মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠানে অভিনেতা ফারুক আহমেদ। বগুড়ার ধুনট উপজেলায় সানসাইন ইন্টারন্যাশনাল স্কুল নামের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম ক্যাম্পাসের চতুর্থ বর্ষপূর্তি ও দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রস্তাবিত ধুনট পৌর শিশু পার্ক চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনআর গ্রুপের উপদেষ্টা অভিনেতা ফারুক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কেক ও ফিতা কেটে সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম ক্যাম্পাসের উদ্বোধন ঘোষণা করা হয়।

এ উপলক্ষে সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক লেখক ও সাংবাদিক হাবিবুল্লাহ সিদ্দিকী ওরফে অপূর্ণ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ ও ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম। সাংবাদিক জাহিদুল ইসলাম ও লুবনা ফারহানা মিতৌশীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী পরিচালক তানিয়া রহমান, অধ্যক্ষ সোহরাব আলী, মনজুর রহমান ও মাসুদ টেলিকমের পরিচালক মাসুদ রানা।  

দর্শকদের কাছে জনপ্রিয় মুখ অভিনেতা ফারুক আহমেদ। আর পর্দার এই অভিনেতাকে সামনাসামনি দেখে উচ্ছ্বসিত সাধারণ মানুষজন। ফারুককে দেখে দৌড়ে তার কাছে আসছেন হাত মেলানোর জন্য। আবার কেউ সুযোগ পেলেই তুলে নিচ্ছেন ছবি। চারপাশের ভিড় সামলাতে রীতিমতো পেরেশান আয়োজকরা। যদিও সাধারণ মানুষের সংস্পর্শে বিরক্তের ছাপ নেই তার মুখে। সবার সঙ্গেই হাসিমুখে কথা বলেন তিনি।তাকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এই বিভাগের আরও খবর

Back to top button