শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রোববার (১৭ নভেম্বর) বিকেলে পানিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পানিয়া জনকল্যাণ সমিতি আয়োজিত টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা নির্দ্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে শ্যামনগর ফুটবল একাডেমি ৩-২ গোলের ব্যবধানে কালিগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করে। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্যামনগর ফুটবল একাডেমির আকরামুজামান লিটন এবং সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আমির হোসেন জিকো। বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীর উপস্থিতিতে খেলা পরিচালনা করেন মুর্শিদ এলাহি বাবু এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম, আতাউর রহমান ও মোমেনুর রহমান।