শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
নতুন বাংলায় শপথ করি,মাদকমুক্ত দেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে মাদকের বিরুদ্ধে জনসচেতনা করার লক্ষে মাদক বিরোধী সাইকেল র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় পুষ্পকাটি ইটের ভাটা হতে ৫ম বারের মত ৬০০ শত সাইক্লিষ্ঠ এর সমম্বয়ে মাদক বিরোধী সাইকেল র্যালী উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাদক সমাজের জন্যএকটি ভয়াঙ্কর মারাত্মক ব্যাধি, ব্যাধি যখন হয়,যদি কখনো ফোড়া হয় শরীরে তাহলে তখন সার্জারী করতে হয়, অথ্যাৎ ফোড়া কেটে ফেলতে হয়,তখন মানুষ সুস্থ হয়। মাদক যুব সমাজকে ধ্বংস করছে অথচ কিছু মানুষ মাদক ব্যবসা করে মাদকের অর্থ দিয়ে অট্টালিকা প্রাসাদ তৈরী করছি, তারমানে আমাদের দেশ প্রেমের অভাব রয়েছে। সেই সমস্ত দুঃস্থ ক্ষত যাহারা হয়েছে তাদের বিদায় করতে হবে, তাদের প্রতি আমাদের যুদ্ধ জিরো টলারেন্স থাকবে। দেবহাটা ফেয়ার মিশনের এই অনুষ্ঠান করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মাদকের বিরুদ্ধে শুধু র্যালীর মাধ্যমে শেষ হবে না, আমরা প্রতিনিয়ত এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমাদের সবাইকে এই মাদকের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহৃত থাকবে, বাংলাদেশ পুলিশ সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে,তাদের সাথে যারা আরো করতে পারে, আরো করে যাচ্ছে, বিজিবি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক জনপদের যারা নেতা হয়েছেন, যারা ধর্মীয় নেতা রয়েছেন,যাহারা স্টুডেন্ট শিক্ষক রয়েছেন,সর্বোপরি সামাজিক দায়বদ্ধতা সকলেই,আমরা সকলে যদি অলআউট প্রোগ্রাম, যে যেই হোক সে যত ক্ষমতা শালী হোক,সে যত গডফাদার হোক, এমন জনস্রোতের বিপরীতের বিপরীতে দাঁড়াতে পারবেনা। আমরা ৫ আগষ্টের যে সংগ্রাম দেখলাম, জনতার যেশক্তি দেখলাম, সেই শক্তির কাছে গোলাকামান,যুদ্ধাস্র,মরানাস্র জনতার কাছে কোন শক্তি দাঁড়াতে পারবেনা। আপনারা যদি সকলেই আগাইয়া আসেন,আমরা নিশ্চয়তা দিচ্ছি কোন শক্তি আপনাদের কোন ক্ষতি করতে পারবেনা, আপনারা হয়ত মনে করেন, যে মাদক বিক্রি করছে তাহার অনেক টাকা হয়েছে, সে আপনাদের ক্ষতি করবে, তাহলে আমাদের কাছে গোপনে তথ্য দিবেন,আমরা তাদের ধ্বংস করবো ইনশাল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জামায়াতে ইসলামী জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি ও ফেয়ার মিশনের উপদেষ্টা আবু হাসান ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আমিরুল,নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুব আলম প্রমুখ। র্যালীটি পুষ্পকাটি ইটের ভাটা হতে শুরু হইয়া কুলিয়া,পারুলিয়া, সখিপুর, গাজীরহাট,দেবহাটা টাউন শ্রীপুর প্রদক্ষিণ ও পথ সভা করে পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা- আশাশুনি সার্কেল হাসানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হযরত আলি।