সাতক্ষীরা

শ্যামনগর যশোরেশ্বরী কালী মন্দিরের মুকুট চুরির ঘটনায় ৪ জন গ্রেপ্তার।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরের ভিতর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদেরকে শ্যামনগর থেকে গ্রেফতার করা হয়। সিটি ফুটেজ এর সুত্র ধরে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের সিদাম সরকারের স্ত্রী রেখা সরকার (৪৫), অখিল চন্দ্র সাহার ছেলে অপূর্ব কুমার সাহা (৪৬), গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস (৩৭) এবং হরেন বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস (৫০)। সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর তারেক আজিজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়া রব হোসেন সাতক্ষীরা।

এই বিভাগের আরও খবর

Back to top button