মোঃ হোসেন গাজীঃ
দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচর উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে যুব র্যালি, বৃক্ষরোপন, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এর সহযোগিতায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় যুব দিবসের প্রথমেই যুব র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার এর সভাপতিত্বে ও হাইমচর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মানিক বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আরফিন, সহকারী শিক্ষক অফিসার জুলফিকার আলি জনি, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ প্রমুখ।