গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষকের অপসারণে ছাত্রীদের বিক্ষোভ

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বিএসসির বিরুদ্ধে ৭ ম শ্রেনীর বেশ কিছু ছাত্রীকে উত্যক্ত ও হয়রানির অভিযোগে আজ ৮ সেপ্টেম্বর স্কুলের ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা রংপুর মহাসড়কে অবস্থান নিলে প্রায় ঘন্টা ব্যাপি যান চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য এ ঘটনায় ১ লা সেপ্টেম্বর রোববার উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বি এম নকিবুল হাসানকে আহবায়ক যথাক্রমে ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছে।
অভিযোগে জানাযায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএসসি শহিদুল ইসলাম প্রতি নিয়ত ৭ম শ্রেনীর ক্লাসে ঢুকে ছাত্রীদের বিভিন্ন ভাবে যৌন হয়রানির করে আসছিলো।একই ঘটনায় এর আগে ও তাকে বিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করেছিলো কর্তৃপক্ষ। কিন্তু সময়ের ব্যবধানে তিনি চাকুরীতে যোগদান করে একই কাজ চলমান রেখেছে বলে ভুক্তভোগী ছাত্রীরা জানায়।
বিক্ষোভ কারী ছাত্রীরা অভিযোগ করে বলেন তদন্ত কমিটি তিন কার্য দিবসে প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও কোন এক অশুভ শক্তির কারণে দিতে গড়িমসি করছে বলে জানায়। ছাত্রীরা বলেন দ্রুত তদন্ত রিপোর্ট প্রদান সহ দোষী শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে এর চেয়েও কঠোর থেকে কঠোর তম কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেয়া হবে বলে জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button