মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সাদুল্লাপুর হামিন্দপুর পশ্চিম পাড়া। বাদী সাদুল্লাপুর থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ী করে। মোঃ আব্দুল হাই ওরফে দুদু মিয়া (৬০) পিতা মৃত পীর মামুন ব্যাপারী। আসিমী মোঃ নেফাজ উদ্দিন (৬৫) পিতা মৃত গেন্দেলা শেখ। ইতিপূর্বে কিছু অংশ জমি জোর পূর্বক জবর দখল করে নেয়। উক্ত আদালতে মামলাটি চলমান আছে। বেদখল করে নেয় ভূমি দস্যুরা, এতে আমার পরিবারের বাধা দিতে গেলে মারপিট করে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় বিবাদী।
সুযোগে জমি তাহাদের ভোগ দখলে নেয়। পর জমি বুঝিয়া চাইলে আজ দিবে কাল দিবে বলিয়া তালবাহানা করে এই ব্যাপারে একাধিকবার সালিশ বৈঠক করে।
ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশিল সমাজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানার ভুক্তভোগী মোঃ আব্দুল হাই ওরফে দুদু মিয়া।
এ বিষয়ে উপজেলা প্রশাসন সুত্রে জানানো হয়, ভূমি আইন বাস্তবায়নে বেশ কিছু আইন পাশ হয়েছে। যারা খাস জমি দখলের পায়তারা করবে, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তফশীল বর্ণিত জমি সাদুল্লাপুর হামিন্দপুর মৌজা জে এল নং-৪২, সি এস খতিয়ান নং-২২৪, আর এস খতিয়ান নং-১৯৯, সি এস খতিয়ান নং-১৩০, আর এস খতিয়ান ১৪৪, সাবেক দাগ নং-৯৯৮, সাবেক দাগ নং-৯৯৯/১০০০, জমি ৩৬ শতক।