মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৫ ফেব্রুয়ারি ভোর রাত্রী ০৪.৫০ মিনিট র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ধাপেরহাট ইউনিয়ন অন্তর্গত হাসানপাড়া এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিতেছে। অতঃপর ফোর্সসহ ভোর রাত্রী ০৫.১০ ঘটিকায় উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আঃ আলীম (৪২), পিতা-মৃত সোবহান, মাতা-জাহানারা বেগম, সাং-উজানিজোড়া, থানা- দেবীদ্বার, জেলা-কুমিল্লা’কে অবৈধ মাদকদ্রব্য ৩৭৮০ (তিন হাজার সাতশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।