খুলনা

বেনাপোল পৌরসভার মেয়র অপসারণ করে নিয়োগ প্রশাসক

মোঃ সুজন আহমেদ বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল পৌরসভার প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন সুজন সরকার(অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব) যশোর। বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিনকে অপসারণ করেছে সরকার।

রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রদের নিজ নিজ পদ হতে অপসারণ করা হলো।

সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে।

এই বিভাগের আরও খবর

Back to top button