চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জের ১নং ইউনিয়নস্থ ৫নং ওয়ার্ড খাঁড়খাদিয়া গ্রামের বেপারীবাড়ির আর্শ্বাদ বেপারীর ছেলে সি.এন.জি চালক মহররম বেপারী পার্শবর্তী আজীদ পাটওয়ারী বাড়ির দুলাল পাটোয়ারীর কলেজ পড়ুয়া ছেলে মোজাম্মেল হোসেনকে স্থানীয় চাঁন্দ্রা বাজারের লেপ তোষকের দোকানে লুডু খেলারত অবস্থায় অদ্য ২১/৯/২০২৩ তারিখ সন্ধায় পিছন হতে আচমকা এসে লাথি মেরে ঘাড় এবং সিনায় দুই দুটো চাকু মেরে রক্তাক্ত জখম করিয়া দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।অতঃপর চিতকার চেচামেচি শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন বলে জানা যায়।সরেজমিনে গিয়ে জানা যায় দির্ঘদিন যাবত অভিযুক্ত মহররম, মোজাম্মেল কে রাস্তা ঘাটে দেখলেই আজে বাজে ও বিশ্রী ভাষায় লজ্জাজনক কথা বার্তা বলে থাকে।যা গতকাল ২০/৯/২০২৩ তারিখ বুধবারে উভয়ের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।এমতাবস্থায় মোজাম্মেল ও তার পিতা দুলাল পাটোয়ারী স্থানীয় ইউপি সদস্য সোহাগের নিকট বিচার প্রার্থী হলে ইউপি সদস্য সোহাগ বিষয়টি সমাধান করে দিবে বলে আশ্বাস দেন।এব্যাপারে ইউপি সদস্য সোহাগের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিষয়টির সমাধান হয়নি কেন প্রশ্ন করলে তিনি জানান আমি মুহাররম ও তার গার্ডিয়ানদের নিকট একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তাদেরকে পাওয়া যায় নি,তারা না আসলে কিভাবে সমাধান করবো।ঘটনাস্থলে উপস্থিত মিলন গাজী পিতা মুসলিম গাজী এবং আব্দুল জলীল পাটোয়ারী পিতা মৃত আব্দুল হামীদ পাটোয়ারী ঘটনার সম্পূর্ণ বিবরন স্বচখে দেখে এই প্রতিবেদককে জানান।নাম প্রকাশ্যে অনিচ্চুক শর্তে একজন সামাজিক ব্যাক্তি জানান মুহররম মাদক জুয়া সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে।এছাড়াও গত তিন মাস পূর্বে মুহররম বেপারী স্থানীয় মোহাম্মদ ইসমাইল হোসেন আরবীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ হলে এস.আই নয়ন ইউপি সদস্য সোহাগের নেতৃত্বে আপোষ মিমাংসায় ৫০০০০ টাকায় মুসলেকা দানে মিংমাসা হয়।অন্যদিকে প্রতিপক্ষ মুহাররমের সাথে কথা হলে তিনি জানান আত্নরক্ষার জন্য চাকু মেরেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় মোজাম্মেল এর গার্ডিয়ান বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।